আবার কেউ দূরে থেকেও অনেক নিভৃতে; আত্মাকে কোনো কথা না বলেই নিঃশব্দে
অনেক গল্প শোনানো হয়। বানানো অলীক গল্প সব, মেঘ, বৃষ্টি, খসা তারা, কদম শ্রাবণ
নীল জাম বন,
বেগুনী বোগেনভিলা রেণু প্রগাঢ় নিবিড় শ্যামলা শরীরে ঘন এখানে সেখানে লেগে আছে
তাঁর শাড়ীর আঁচলে, সর্বস্ব শরীর ঘিরে মুখে ঠোঁটে চোখের পাতায় ---
অরোরা বোরিয়ালিস, অরোরা অস্ট্রালিস আত্মাকে ঘুরে ঘুরে ক্রমাগত বলে দেয়,
"এই দ্যাখো আমি আছি, যাইনি কোথাও"।


নিয়ম কানুন দরজা জানালা কাচের মেকি ফুল দেয়ালের সজ্জিত ফটো ফ্রেম ভেঙে ভুঙ্গে একাকার
গান গায় "ন্যায় , অন্যায় জানিনে জানিনে জানিনে --- ---" ,
এই আত্মা যে তাঁর "অভাবগ্রস্থ"! এই আত্মা কি তাই অভিশপ্ত?
কেন এই আত্মা অন্য আরো-অনেক-বেশী তন্ময় দীঘির জলে নামতে গিয়ে
তাঁর নিপুণ সাঁতার ভুলে যায়?