আমি যতো বলি সিল্কি রেয়নে বাঁধো ওই উদ্যান
তুমি বলো, ন্না কেবল নিম্নতম আশি শতাংশ কার্পাস
হতেই হবে, না হয় নদী হয়ে যায় এইসব উপল
উপকূল সরসিজ শীর্ষ তট,
মনসিজ আসে; তোমার ভাষায় জুঁই ফুলে বৃষ্টি নামে, তাই
বরং তুলোর বুনোটে চন্দ্রাভাস ঢেকে নোবো,
তুমি একরাশ মেঘ কেটে উড়ে এসো
ফাঁকা আকাশে
বহুদূর শাল্মলী শাখা নিয়ে বাঁকা ঠোঁট ঈগলের মতো,
পান করো যতো পারো কন্ঠ আমার;
বলো
"চমৎকার !
ধরা যাক দু একটা" প্রজাপতি এবার
শালুকের বনে; উন্মাদ জামার গানে, প্রাণে প্রাণে
চলো মিশে যাই, এই প্রবীণ প্রবল মহলে
চিরদিন উচ্চারিত জৈবিক ঘ্রাণে!
তুমুল সেই আঁধারের গাঢ় সমাচারে ...