একটা বিচলিত কফিমগ চেয়ে ছিলো আকাশের দিকে
আশা নিয়ে কখন স্পর্শ পাবে তার গ্লেজড সিরামিক রিম
হয়বা একজনার অনামিকা আংটি লেগে জলতরঙ্গ থিম
স্ট্রবেরি রঙের ফ্লেবার আর অনামিকা সোনা টুং টাং নাকি
ফেনিল দুধেল ফেনা আর বাস্প সরিয়ে কারো হাতে
সেকেন্ড মিনিট গুণে যাওয়া সস্তা ধাতব রিষ্ট ওয়াচ
আর সিগারেট পোড়া ঘ্রাণের আঙ্গুল?
পারুল ফুলের মতো কফি কাপটাকে
কে তুলে নেবে আগে?
ডলারের অভাব তাই শুধু এক কাপ শেয়ার করবে ওরা
যেটা কিনা আজবধি আনটাচড্ পাইনের কাঠে !


গোধূলি সানাই বাজে ব্যথিত বেহাগে
একজন হ্রদের জলের দিকে চেয়ে ভাবতেই থাকে,
আসছে বছর কোনো শ্রাবণের বাহুডোরে
কবে সে ভেসে যাবে অন্যকোনো মেঘলা নদীর স্রোতে
সমুদ্রের কাছে !
অন্যজন তাকিয়ে আছে সারাটা ক্ষণ একটা আঁধার খোঁপার দিকে
সর্বস্ব অবস্টাকল পেরিয়ে
কবে গেঁথে দিতে পারবে নিজেকে সে ওই অতল গুহায়
অনাবিল অন্ধকার শিরীষ রেণুর খোঁপায় !


নির্জন কফির কাপ চেয়ে আছে আকাশের দিকে
দুগ্ধ ফেনিল একসাগর প্রবাল দ্বীপের প্রতীক্ষা নিয়ে
ওদের দুজন স্পর্শ করুক ওকে, সে যে সেটা চায়
ওরা তবু নির্বিকার স্বপ্ন আঁকছে বসে আকাশের গায় ...