যদি দেখে ফেলে? এই?
আহা সেই
সব নিষিদ্ধ উত্তল অবতল সমতল ভূমি
বেয়ে কতো নদী বয়ে যায়?
হায়


মেহগিনি হেডবোর্ড বেহালা বাজায়,
একশো হাজার কোটি তারকার দেশে,
অভিযাত্রিক এসেছে ভেসে নিরুদ্দেশ থেকে,
এঁকেবেঁকে,
আজ রাতে কাতান রঙের হবে জয়,
রজনীর মধ্যযামে অলীক সব জানালারা কথা কয়!


জলসত্র রানী পত্রলেখা একটু চুপ করো তুমি
আরকিমিডিস আমায় হতে দাও প্লিজ মনে মনে
কোথাও তাহার হারিয়ে যাবার নেই মানা,
জানা অজানা
কোনো এক সাম্রাজ্যে স্বর্ণ ধরেছে আজ,
একটা বেনামি জাহাজ লুট করে নেবে
কিছু গুছি প্রজাপতি প্রবালের দ্বীপ থেকে!


হ্যাঁ,
হ্যা-মিলনের বংশীবাদক সাগরে নেমেছে আজ,
বিস্ফোরণ হবে সব ঝিনুকের বনে,
থরে থরে ডলফিন দল ওরে
তোরা সব লবণাক্ত শঙ্খধ্বনি কর
মুক্তো কুড়োনো হবে থৈ থৈ অথৈ সামুদ্রিক সঘন জলের অতলে
মণিপুরচক্র বক্র হবে অভিলাষে জলোচ্ছ্বাস তার;
আর
লেখা হবে বিবাগী এক নাবিকের নাভিশ্বাস
নিষ্করুণ শেষ ইতিহাস !