আঁধার ছাদে বসে
যখন দেখি একটা তারা পড়লো যেন খসে
তখন অনেক দূরে
হয়তো তুমি ড্রেসিং রুমে জামা খুলতে গিয়ে
করছো একা গুন গুনিয়ে তোমার প্রিয় গান
হঠাৎ করে গেলেই ভুলে সেটার স্বরলিপি
উঠলো কেঁপে প্রাণ
ঝিলিক ঝিলিক সুরগুলো সব হারিয়ে গেলো বনে
কিসের অন্বেষণে?
অনেক বছর পরে,
হ্রদের জলে রাজহংস খুঁজছে কি তার সাথী
জ্বালিয়ে জোনাক বাতি?


অবাক হয়ে ভাবলে তুমি "এটা কেমন হলো ?
গানের কলি শব্দরা সব শূন্যে উড়ে গেলো ?
শিলালিপির লেখন আমি কেমনে গেলুম ভুলে ?
এ গান শুনে একজন না ভরিয়ে দিতো ফুলে ?
আঁধার খোঁপায় আসতো নেমে আকাশ ভরা তারা
বুকের ভেতর গানের কথা ঝাঁপিয়ে পাগলপারা !
কাঠ গোলাপের ঘ্রাণ
মেরুন জামা ভিজিয়ে দিতো! বাঁধনহারা প্রাণ,
আবার সেটা কবে
এমন তর হবে?
উইলো বনে ফলসা সবুজ চিরল চিরল পাতা
ঝুম বৃষ্টি শ্রাবণ ঝড়ে ধরবে এসে ছাতা?"