ঋণস্বীকারঃ "অস্পষ্টতা" - কবি মাহফুজ
-------------------------------------


আমি এক গীটারের তার বেঁধে কোথাও চলেছি, দেখি
নারী অবতার যেন এক সিতারা আকাশ ছিঁড়ে এলো নেমে
একরাশ মেঘ নিয়ে হাতে তার ঠাকুমার যশোর চিরুনি
বলে কিনা লাল ফিতে দিয়ে বেঁধে দাও দুটো বিনুনি !
কিশোরী আমাকে দেখোনি বলে তোমার সব অনুতাপ
দুঃখ বেদনা উড়ে যাবে; এর সাথে ভেবে নাও ট্রেনিং বাঁধুনি !


আমিতো বালিকা থেকে ক্রমে ক্রমে যথাক্রমে ব্যবহৃত রিক্ত
সিক্ত এক উচ্চারিত সিল মারা অনুচ্চারিতা নারী, সেই প্রথম
তোমার দেখা তেইশের ভরাট যুবতী থেকে বৃদ্ধা হয়ে যেতে চাই ক্রমাগত,
অনেক দূরত্ব থেকে, তোমার মনে
সব পরিধানে আলোড়নে ঢেউ তুলে শুধু তোমাকেই
আমি “হাই” করে দিতে চাই!


বালাই ষাট, দূরে থাক্ ওই ক্রিস্টাল গ্লাস
এই দ্যাখো সোনালি পদ্ম ফুটেছে এক একান্ত ঝিলে,
মাথা গুঁজে শোনো কিছু মৃদু রিমঝিম ছন্দ রূপসী ধ্বনি
আলোর মিনার দুটো আলোলিতা হয়েছে নাকি জোনাকিরা এসে
সব বাসা বেঁধেছে, তাকাও তাকাও, দেখে নাও সেই অদেখা কল্পিত মাধুরী !
পান করো প্রেমজ বিষাদ, অলীকতম স্বাদ, পূজার প্রসাদ না ভেবে !
“অনাবৃত চোখে” দ্যাখো আর বাঁধো গীটারের তার উঁচু সপ্তকে
গড়ে তোলো আনমনে, যা হয়নি কোনোদিন তেমন এক অলীক প্রাসাদ!*
-------------------------
"অনাবৃত চোখে" => "তার অনাবৃত চোখে গলে যাবে প্রাচীন সঙ্কেত” : তাম্রলিপ্ত : কবি মাহফুজ
http://www.kobita.org/e-baroari/node/20515