কেন জানি একদিন দেখিলাম দেবযানী আসিলেন
সোনালি কলস ভরা মৃতসঞ্জীবনী সুধা নিয়ে,
শুধালেন প্রাণের মাঝে বিরল তরল অমৃত আছে
তুমি সেটা চাও কি? তবে দেখি অনেক সমস্যা আছে
এক বাও মেলেনা, দুই বাও মেলেনা, কোনো বাও মেলেনা
সেই সাগরে, কেননা প্রিয়ব্রুর কন্যা উর্জস্বতী রশি হাতে
তাহার পেছনে। ফেল করিলাম তার দেয়া সব পরীক্ষাতে!


বাঁধিলেন, উনি বাঁধিলেন, এই সমগ্র ত্রিলোক ভুবনে,
আমাকেই শুধু আমাকে !
না পেলাম বৃহস্পতিকে দেবতা হবার ভান করে,
না পেলাম শুক্রাচার্যকে
অনার্য অসুর হয়ে জাহাজের ডেকে !


ডুবিলাম, আমি ডুবিলাম অশনি সংকেত এক বিউগলে
পরাজয় ধ্বনি দলে দলে চলে গেলো আমার ওপর দিয়ে
দেখি এক প্রাচীন বৃক্ষ শেকড় গেঁথেছে আমার ভেতরে।


তাই বলি প্রভু, আপনি কি এমন কোনো বিষাদী নাটক দেখেছেন?
যেখানে কোন প্রকার সন্ধি বিচ্ছেদ নেই কোনো চরিত্রে
জীবনের এই প্রগাঢ় ব্যাকরণময় মঞ্চে বা সমুদ্রে ?