আমরা দুজনা চলো প্রকৃতির সাথে মিশে যাই ফলসা রং গম ক্ষেত ছেড়ে
এইসব হাইওয়ে, রাজপথ, শপিং মল ফেলে
এক হাঁটু জলে পাটক্ষেতে নিবিড় অরণ্যে, ‘আহা-উহু-কুহু-কুহু-এই-এই---’
প্রমিজ করো তুমি এইসব প্রান্তিক প্রাচীন আদিম ধ্বনি করবে না তুমি,
চলো দেখে নিই চন্দ্রালোকে কোথায় প্রকৃত জীবন ভূমি খনি এখনি
উড়ে যাবে ডানা মেলে, কেমন সব ডানকিনা মাছ ভেষজ জলে ঘুরে ঘুরে
কথা বলে যায় অহরহ গলিত চন্দ্র ভেজা জলে তোমার পায়ে, জল,
ডানে বায়ে চার দিকে এক হাঁটু জল, জল শুধু জল,
অথবা তুমিই বুঝি সেই জল,
সুখী সুখী আঁখি নিয়ে থেকো দাঁড়িয়ে
হাঁটু তক শাড়ি উঠিয়ে,
আমৃত্যু আজীবন, আসমুদ্র হিমাচল !