মন্দাকিনীকে - ২


জানি তুমি এক স্বর্গের নদী
দেবতা মহলে !
মেঘের প্লাবনে, শ্রাবনে শ্রাবনে
এসো তুমি নেমে
এই ধরাতলে !


নয়বা এলেই তুমি আকাশগঙ্গা হয়ে
ফারাও বধ্যভূমি দিও ভাসিয়ে
এই জীবনের সব জোনাকি,
গঙ্গা ফড়িং আর সব প্রজাপতি
দূরে উড়ে যাক          
আকাশটা করে ফাঁক!


আলসে উটেরা সব হোক লুটেরা
পিরামিড তলে যতো সোনালি বাসি
মোনালিসা হাসি
ক্লিওপেট্রার
স্বর্ণ হীরক আর সব অহংকার
লুন্ঠিত হয়ে কুন্ঠিত হোক
তোমার উতল
রত্ন উপল
শ্যামল তরল
বক্ষ চাতালে!


আমি আজ নেমে যেতে চাই
উড়িয়ে নিজের ছাই
তোমার পাতালে!


--------- ক্রমশঃ আগামিকাল মন্দাকিনীকে - ৩ (শেষ পর্ব)