মন্দাকিনীকে - ৩ (শেষ পর্ব)


ভুত প্রেত সম শব কাঁধে মম
কহো রাধে রাধে
জনমে জনমে বিষাদে বিষাদে
হোক অবসান এই অবসাদে


তালতলা থেকে ধর্মতলা তক
একটা পৃথক
প্রতিশ্রুত পথে
ট্রাম চাকা তল
ছুঁয়ে দিতে চাই
চেয়ে দ্যাখো তুমি,
আমি আর নাই !


পুরোনো দিনের
এসপ্ল্যানেডে তুমি
থেকো দাঁড়িয়ে
হাত বাড়িয়ে
পথ থেকে তুমি
তুলে নিও চিঠি,
থ্যাতা মগজের
ঘিলু মাখা সোনা
বহুদিন আগে
কারো দেরাজে
গচ্ছিত রাখা
তোমার অঙ্গুঠি...