নিবারণ বলেছিল আরে বন্ধু তুমি লাবণ্য দেখোনি,
শ্রাবণে শ্রাবণে আহামরি যেন বীণা খানি কোমরে তার
এস্রাজ সাঁঝ, ল’অরিয়াল প্যারিস টোটাল রিপেয়ার ফাইব উড়ে যায়
ডাভ সাবানের ঘ্রাণে, নিভিয়া প্রলেপ শান দেয়া পায়ের পাতায়
ঝলমলে দশটি প্রদীপ !


সাবধান তবে, রবে কি না রবে, তোমার শ্যামল রঙ দারুচিনি দ্বীপ;
ওই লালাভ গোড়ালিতে চোরাবালি আছে
ডুবে যাবে নির্ঘাত ডুবে যাবে ওহে, চোরাবালি
আছে যেখানে সেখানে, বালুচরি বালিয়াড়ি টানে
পদ্মকুড়ির ফালি
প্রণাম করতে গিয়ে ছুঁয়ে দিওনা যেন,
এক লক্ষ ভোল্ট দেখেছো কখনো?
তোমাকে সে ছুঁড়ে দেবে মিঠে মিঠে বিষে বিষে কবরী করবী ডালে
কুইনের কানের দুল (ফুচিয়া ম্যাগেলানিকা) পার্পল শিখা অথবা দ্রোণ ফুলের ড্রোন
বানিয়ে কাশবনে আর দিশাহীন নেশালি তাল তমালে!


শন শন বাঁশ বনে তক্ষসাপ কটাস কটাস
উঠবে ডেকে, জারুলের বন হবে উন্মাদ
চন্দ্রাভাস দেখবে দুচোখে, লাল নীল বেগুনী
কালারে! বায়স্কোপ ট্রাইস্কোপ মেহফিলে রম্ভাসম
স্তম্ভ সাজাবে জুঁই কুর্চি কুচি কুচি চূর্ণিত ইমারত
রঙ ভাঙা শারমিন শরবৎ কন্ঠে তার; ভরাট মঞ্জিল
বায়োমেনিক্স প্লাস পূর্ণ ক্রিস্টাল গ্লাস নদীর ওপারে
তবু লাল বাতি জ্বলে; সবুজের আশা নেই  বন্ধু তুমি
বরং বলো 'অথবা সবুজ বুঝি' সব 'মুথাঘাস বারোমাস';
ছাড়বে দীর্ঘশ্বাস তুমি এই পারে ......