কারো কারো কাছে
এক একটা নদীর নাম একেকটা প্রণাম
ফের জামার বোতাম
সেই জলে আকাশের তারা হয়ে যায়
আমলকী ডালে
ঝিলিক ঝিলিক আলোর দানারা সব
পিয়ানোর রিড
মরবিড পাখী হয়ে বেদনা ওড়ায়।


সমস্ত উঠোন শূন্য
সব বিন্নি ধান লুট হয়ে গেছে
সহসা অজান্তে
কোনো অজন্তা বণিক
বাণিজ্য করেছে এসে, অলঙ্কারে কোনো
আঙ্গুলের প্রিন্ট নেই, ব্যথিত শিফন
মিহি শিরিষ কাগজ কন্ঠে ঘষে
দস্তখত পেয়েছে খুঁজে
অক্ষরে অক্ষরে তার বহু
গীতবিতান ভরা আহা ... উহু
আহা ... উহু ...