বুকমার্ক করা আছে একটা পাতায়
পুরোনো সে এ্যালবাম, কবিতা খাতায়
নিষিদ্ধ শ্রাবণ আসে আকাশের গায়!  
দেয়ালে জারুল বন
নাইট ল্যাম্প উন্মন
সেই সন্ধ্যায় রজনীগন্ধায়,
স্লিভলেস আসবে নেমে কেশরাশি
মেঘরাশি রেয়ন শিফন, সেগুন ডিভানে
নিদ্রা আসবে ভেবে, এক চিত্রিত রুমে
সর্বস্ব নিঝুমে
এখনো কে বসে আছে শাওয়ারের জল
কখন সমাপ্তি পাবে কারো স্নান ঘর
হবে নির্ঝর মদির মাতাল
একটা আদ্র নদী উথাল পাথাল
হেলানো গ্রীবায় করবে ভূমিকা
"এ কিসের দ্বিধা তব, কেন অহমিকা?"


না, না, এক্ষুনি এমন করে নয়,
বরং ছড়িয়ে দেই অন্য গানের সুর
শতেক মোহর আঁকা ফোঁটা কর্পুর
বুকমার্ক দেখি আজ বিমর্ষ বিমূঢ়
চুম্বন জিভে নয়, জল দিয়ে নয়,
আইন দিয়ে মুছে নেব লুকোনো সিঁদুর
তারপর .... ......
নিষ্করুণ সেই ক্ষণ
দেয়ালে লিখন
দূরবীক্ষণ দিয়ে দেখি হচ্ছে ক্ষরণ
চতুর্মাত্রিক আয়নায়
শ্রান্তিহীন, ক্রান্তিহীন মিছে বাহানায়!