যদি ডাকি মেঘ নামে বৃষ্টি কি দেবে এনে জারুলের সনে ?
যদি দেখি শালবনে ক্রৌঞ্চরা উড়ে আসে সবুজ শিফনে আঁকা
সোনালি প্রাসাদে,
কান পেতে শুনি 'মা নিষাদ' ধ্বনি !
নাহয় এবার আমি ডাকবো তোমাকে শোনো শ্রাবণী সজনী!


যদি একদিন হাত বাড়িয়ে শ্যামলী বাতায়নে ছুঁয়ে দেই মেঘালো আবীর,
যদি একদিন চেইন টেনে শরবিদ্ধ এই নিষিদ্ধ
নিয়ম এক্সপ্রেস ট্রেনটা থামিয়ে দেই ঠিক নদীটার মাঝে ?
ঝমাঝম নীচু ধনুক মতন ব্রিজ বুকে উচাটন নদী
ঘূর্ণি দেখাবে দূরত্ব ভেঙ্গে ভঙ্গুর সব জলরাশি যদি ঢুকে যায় জানালায়
যদি কাঁচ ভেঙ্গে একটা কুমির এসে তার উটের গ্রীবার কাঠামো দেখায়
ঝিনুক বোতাম আর ফিতে ছিঁড়ে উদিত করে বিজন বিজিত কারুকাজময় এক আকাশ তাজমহল
যার অশেষ অভিলাষে পলাশের বন পুড়ে ভস্ম হয়ে যায় ?


তবুতো সভ্য আমি নিভৃত আঁধারে দ্যাখো এখনো একাকী ভাবি
যদি ডাকি মেঘ নামে বৃষ্টি কি দেবে এনে উইলো ঝালরে
চিরল পাতায় নামাবে শ্রাবণ
কবিতা খাতায়?