হ্যালো,
পিংক প্রাইম রোজ, এক ডোজ আলো দাও দেখি
পাথর তলায় একি আজও কিছু মেকি শীত শুয়ে আছে
মাকড়সা জালে!


এই,
জানালা তুমি আয়নায় মুখ দেখে, তুষার প্রলেপ রেখে
একফালি রোদ মেখে, কিছু ছবি  দাও এঁকে
মেঘলা দেয়ালে!


প্রিয়,
প্রাণ তুমি, কোন্ পাহাড়ে চাও যেতে, বলে দাও প্লীজ
মাউন্টেন ভিউ? নাকি টেনিসি নদীর ব্রিজে সেই ওক্ রিজ
যেখানে শীতল স্রোতে স্নান করে যতোসব অবান্তর গান !


মাই ডিয়ার,
জীবন তুমি আধাঁর সরাও, প্রবীণ শরীরে তুমি এনে দাও
এক ঝুড়ি কুহু কুহু 'মরণ রে, তুঁহু মম শ্যাম সমান’
বাতাসের গান ...