কাশ ফুল অবশ্যই সুন্দর সেটা স্বীকার্য
আরো স্বীকার্য অন্য কতো কিছূ
যেমন গাং চিল, শসা খেত,,
শামুক, গুগলি, বালু, রাজহাঁস
কাদাখোচা কৃষ্ণকায় মেছো পেঁচা কালাঘাড় রাজন
তবু কেন খুত খুত করে আমার মন
“শেষ হয়ে তবু যেন হইল না শেষ”


নদীর পাড়ে শাড়ির পাড়
জলে ভেজা! ঊড়ছে চুল তাঁর
এক হাতে আঁচল আর অন্য হাতে জরির স্লিপার!


পানকৌড়ি হিংসেতে মরে অমন বঙ্কিম গ্রীবা দেখে
আমিতো ছাই মানুষ
“কতোগুলা” ভ্রুলেখা দামা ঝিকমিক করে হাসে
তাঁর শাদা দাঁতের সারিতে, আমি হতবাক!
অমন মুক্তো গুলো সে কোন দুনিয়ার ঝিনুক থেকে পেয়েছে?
অবাধ্য হারামি বাতাস তাঁর মেরুন আঁচলে ঢুকে আল্লাদে খল্লা খায়।
এটা ছাড়া,
মানে তাঁর ভেজা শাড়ির পাড় ছাড়া
আর তাঁকে ছাড়া
কোনোদিন কোনো নদীর পাড় হয়?
হতে পারে?
নাকি?