অনেক দূরত্বে যেন কোথাও ফুটেছে কিছু নির্জন জুঁই
পদাবলি ছত্র ভাসে বাতাসের গায়
শুনে ভারি হবে কারো নিঃশ্বাস, ভাবি ছুঁয়ে দিই
শীতে বিষণ্ণ ভেজা ঝাউ, তাহার বাসায়!


নিষিদ্ধ দেরাজে দেখি কিছু স্মৃতি শুয়ে আছে
অতি পরিচিত ঘ্রাণ
জোনাকির আলো জ্বেলে সন্ধ্যা নামে
নিরালায় সুরম্য প্রাসাদে
লাইলাক ছুঁয়ে যায় জারুল ফুলের প্রাণ ...


লম্বিত হাত বাড়িয়ে জানালা দিয়ে
স্পর্শ করে দেই এই ব্যরিকেড ঢাকা মলিন পরিধি,
এখানে আর কেউ প্রবেশ করেনি যেন কোনোদিন
তুমিও স্পর্শ করে আমার চোখ দাও বুজিয়ে
নিবিড় করতল তুলি বুলিয়ে, কবিতা পাতার কাছে সেই
স্পর্শ তুমি রেখে যাও, আমি ভাবি,
স্পর্শহীন স্পর্শ কেমন করে হয়?
সূর্য, তারকা, চন্দ্র কী আমাদের স্পর্শ করে?
তবু কেন অশ্রু এসে নিদ্রায় বলে যায়, "এইতো কাছেই" !