আজ আমি তোমাকে একটা বিশেষ বিশিষ্ট
ঊদ্ভিদ বিদ্যার তত্ত্বকথা বলবো – প্যারাসাইট উদ্ভিদ


আমিতো তোমার বেগুনী বোগেনভিলায়, সেটার কাঁটার ভেতর,
তোমাদের ছাদের ফাঁটলে, অরকিড ঝোপে, অশ্বত্থ গাছে,
তোমার খোঁপায়, তোমার কবিতার বইয়ের পাতায়
তোমার শরীর আর তার প্রতিটা অন্তলীন উপত্যকায়
শেকড় গেঁথেছি, হাজারো শেকড়।


আমি তোমার মাথার চুলে,
তোমার সুগন্ধি মেরুন জামার ভেতর
হরিদ্রাভ রঙ ছড়িয়ে স্বর্ণলতা হয়ে তোমাকে সাজাবো
আমি তোমার ভেতরের নিবিড় সাম্রাজ্যে
তোমার গাছেরটা খাবো আবার তোমার তলারটা ও কুড়োবো
আমি তোমারই রক্ত খেয়ে রাক্ষস হয়ে যক্ষের মতো
তোমাকে বক্ষে লয়ে লক্ষ বছর তোমাকেই, শুধু তোমাকেই,
একমাত্র শুধু তোমাকেই পাহারা দেবো !


আমি সেই উদ্ভিদ! উদ্ভিদের উচ্চতম জিঘাংসা ।
-----------------------------------------------
*এই কবিতাটা আমি আমার শ্রদ্ধেয় কবি বন্ধু এম নাজমুল হাসানকে উৎসর্গ করলাম। এই আসরে গত এক মাসে উনি আমাকে নানা রকম ভাবে অনুপ্রাণিত করেছেন। আমি ওনার কাছে খুব ঋণী।