যদি যেতে চাও, পাখা মেলো, সারসের মতো,
আছে যতো আলো, খুঁটে নাও এই পৃথিবীর
সব নিরাকার জলাধার থেকে
ঝিনুকের বুকে রেখো এঁকে
এক বিচিত্র মোজেক ...
পাপ পূণ্য যতো ধুয়ে নাও লবনের জলে
লম্বিত ঠোঁটে তুলে নাও প্রশান্ত সাগর!


যদি পেতে চাও, চোখ বোজো, হাত বাড়িয়ে
বৃক্ষ স্পর্শ করো, আরাধনা করো, নির্জন বন
থাকবে দাঁড়িয়ে, পাতার প্রাসাদে
উদ্ভিদ হয়ে যাও, মেখে নাও যতো শিশির প্রলেপ
আঁধার শরীরে,
অনুভব করো, অনুভব করো, শৈবাল জন্ম দাও,
বুকের ভেতরে !