ওরা সব কিসের মিছিল করে, হাতে লন্ঠন?
আধেক আলো আর আধেক আঁধারে কেন ব্যথিত জিকির?
শব্দহীন কেন এই ব্যথিত মিছিল?


জলে ভেজা হিজল পাপড়ি থেকে রডোডেনড্রন
অনেকটা পথ,
ধুলো ধুঁয়ো বস্তি ভিখারি খোলা ড্রেন
অলি গলি অন্ধ গলি ভাঙ্গা টিন সেড
এলো শেষে নিরিবিলি ওক্ পাইন বন
এ দেশের ১৩০ নাম্বার এডিশন রোড !


গ্রিন রোড থেকে ইন্দিরা রোড হয়ে
এডিশন রোড, জীবনের অনেক বছর,
বন্দর পার হওয়া, অনেক গ্রেনেড,
অনেক নিঃশব্দ ড্রোন
অনেক শীৎকার, চিৎকার,
বিষাক্ত মিশাইল
ছিঁড়ে ফেড়ে দিয়ে গেছে আমার কবিতা।


তাতে ওরা গলিত কুষ্ঠময় ছন্দবিহীন
অন্তহীন শিথিল সব কবিতার শব,
শরীরে লোবান মাখা, এলো মেলো পরনে কাফন।
ওরাই বুঝিবা আজ করছে মিছিল,
ওদের কবিকে আজ করবে দাফন!


বোল হরি বোল হরি হরি তেরা পিয়া কোন,
ধুপ ধুন মাখা মৃতদেহ, সাথে গাঁদা বেলি ফুল
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আর
"চরণ ধরিতে দিওগো আমারে ---" এই গান
"Ashes to Ashes, Dust to Dust
All are from the dust,
and to dust all return"!!!