তোমাকে একটা পথের কথা বলি!


যে পথের ধারে, নির্জন রাত দুপুরে
বিলে ঝিলে
হিজল ফুলের অস্থি মজ্জার প্লাঙ্কটন খেয়ে
বেহুশ মাতাল সব সরপুটিরা
নিঃশব্দে সমর্পণ করে গজার মাছের কাছে !


যেখানে গভীর রাতে গোলাকার চাঁদ
নিঃসীম কালো দীঘির জলে
একাকি লাল পদ্মের কাছে বসে বসে সারারাত কাঁদে।


যেখানে শান্ত পুকুরের গভীর অন্তপুর থেকে
কচুরিপানার শেকড় ঠোঁটে নিয়ে কোনো পানকৌড়ি তার লম্বা গ্রীবা
উচ্চকিত করে মাছ রাঙ্গাদের প্রেম লীলা দেখে ।


যেখানে তোমার মাইল মাইল দীঘল ফলসা রং শাদা সিঁথির মতো
একটা সরু পথ শরীরে বালুর ট্যালকম মেখে
শুয়ে থাকে সারা রাত কাশবনের সাথে।


তুমি আসবে?
তুমি আসবে তোমার জরির স্লিপার পায়ে সেই পথে?
ওরা যে এখনো বসে আছে তোমার অপেক্ষায়
অনন্ত কাল ধরে!