না হয় ভাবলে তুমি
জাফলং হাটু জলে নক্ষত্র নেমেছে আজ রাতে পাথরের বুকে
হাত বাড়ালেই মেঘালয়, জৈন্তা পাহাড়, ঝুলে আছে ডাউকি ব্রিজ
একদিন একজন তোমায় কথা দিয়েছিলো পাথর রাশির মর্মরে
দাঁড়িয়ে তুমি পিয়াইন নদীর হিমেল জল তুলে নেবে করতল ভরে!


সেখান থেকে হিমালয় অনেক দূর, তবু রূপালী জলের কণা
জেনে নিও একই উৎস সেই কৈলাস থেকে এসেছে এই জল,
মানস সরোবরে যাবে তুমি সেটা না হয় পরে কোনোদিন হবে
দেখোনা জাফলং কেমন ধরেছে রঙ চাঁদের আলোর জলে
পাথর নুড়িতে, তোমার পায়ের পাতায় ক্রিস্টাল ভেঙে যায়
তরলিত ঢেউ একবার হীরে হয়ে সোনা হয় ফের পায়ের আঙ্গুলে
এক গুচ্ছ রডোডেনড্রন তোমার অলক চূর্ণকুন্তলের মাঝে
একদিন গুঁজে দেবে কেউ এমনি এক নক্ষত্রের রাতে!


সেই রাতে শিশির ঝরবে কোনো হিমবাহে মানস সরোবরে
এই পিয়াইন নদীর ধারে, চুনা পাথরের বুকে লেখা হবে তোমার সর্বনাম,
প্লাস আরেকটা নাম, তারপর ইকোয়েলস্ টু সাইন দিয়ে আরো দুটো নাম
কুপিতা লজ্জিতা তোমার চোখে সুখের বিলাস --- সেই বিলাস স্বাদ চুমুকে চুমুকে
সর্বস্ব পান করে নেবে চন্দ্রালোকে একজন, পরে বলবে চলো তাহলে আমরা খুঁজি
কঙ্কাবতীর সৈকত যেখানে গভীর নির্জন রাতে সমুদ্রের দুর্দম ঢেউ
ঝাঁপ দিয়ে ফাঁকা আকাশটাকে ধরে ফেলতে চায়,
হতে পারে সেটা কক্সবাজার বা অন্য কোনোখানে ...


এইসব প্রতিশ্রুতি কিছুই বিস্তারিত হয়নি জানি, হিমালয় পাদদেশেও হয়নি যাওয়া
তোমার সাথে কোনোদিন, তাই দিন খসে যায় অদৃশ্য তারার মতো
একে একে আশায় আশায় ...! এখন বিক্ষত এক উর্ণাজালে সীমাবদ্ধ দুজনা
তাই ফ্লোরা ফণার মায়ায় আমি তোমাকে খুঁজে যাই, কি বিচিত্র তুমি
ডাকলেই সাড়া পাই, "এইতো কাছেই আমি"।
হে অন্তর্যামী তুমি তাকে এমন করেই কাছে রেখো ...
যেন আমি পাতায় পাতায় শুনি তার গান,
"আলো আমার আলো ওগো
আলো ভুবন ভরা, আলো নয়ন-ধোওয়া আমার, আলো হৃদয়-হরা* ॥ ......"
-----------
* আলো আমার আলো ওগো :
https://www.youtube.com/watch?v=mYFhSdnh6WA&t=22s