থাকলো আমার সংবেদনের বাক্স ঝুড়ি
কুড়িয়ে পাবে ছেঁড়া ফেড়া লেখার খাতা
সুর না পেয়ে চরণ খোঁজা শব্দের দল
এদিক সেদিক ছড়িয়ে থাকা চিত্রকথা
রইলো সবই, নিষ্ফল সব মরা ফসল!


গেলাম ফেলে  ছবি ছাবা, মায়ে’র চিঠি,
ফেলে গেলাম মেইল না’ করা প্রেমপত্র,
বকুল ফুলের শুকনো মালায় সাপের ফণা,
বিষ সিক্ত ধুতরা রসে তিক্ত ভেজা
শব্দের দল গুচ্ছে ভরা পান্ডুলিপি ।


রইলো পরে রিজেক্ট হওয়া সব কবিতা,
থোকায় থোকায় পোকায় কাটা ছন্দ বিহীণ
“গদ্য ও নয় পদ্যও নয় “মেডেল” পাওয়া                            
জাড়জ শিশুর অঙ্কুর শব, যত্ন করে
কাফন ঢাকা জরির ফিতের ইনভেলপে
গেলাম রেখে বন্ধা কলম, ভুলে যাওয়া
লিপস্টিকের চুম্বন দাগ, প্রতিশ্রুতি ।।


যাচ্ছি রেখে মন্ময় সব স্মৃতির তোড়া
তোমরা যেসব তুচ্ছ ভাবো সেসব আমার
হৃদয় দিয়ে ভালবাসার হীরের কণা ।
তন্ময় বিল, ঝিলের মাঝে নির্জন ঢেউ
পিছল ঘাটে হিজল ফুলের পাপড়িগুলো
কাঠগোলাপের গন্ধ মাখা হলুদ পাখি,
শাপলা বনে লালচে চোখের পানকৌড়ি,
ঝুম বৃষ্টি, শ্রাবণ প্লাবন মেঘ রৌদ্রে
বমি ভরা ক্লেদাক্ত সব বিবমিষার
প্যাকেজ করে গেলাম রেখে
খুলবেনা কেউ!!!!