নামবেন,
উনি নামবেন
এক হাতে কিছু মেঘ কেটে এনে
আর হাতে ক'টা তারা ছিঁড়ে নিয়ে
উনি নামবেন!


এক সন্ধ্যায়
আমার ছাদের শ্যাওলায়
টেরাকোটা টবে রজনীগন্ধায়,
উনি মুগ্ধ হবেন!
ছড়াবেন, উনি মেঘ ছড়াবেন,
আমার বাগানে উনি মেঘ ছড়াবেন!


উনি বলবেন, আমি জানি উনি বলবেন,
“কোথায় তোমার সব কবিতার বৃষ্টি
  এসো নিয়ে এসো, আমি আজ স্নান করবো
  কবিতা ঝিলের জলে, আজ ঢেউ উঠবে,
  জোনাকি দলেরা  সব টিপ টিপ
  ঝিক মিক
  প্রদীপ জ্বালিয়ে গান করবে!
  নাও,  তুমি তারাগুলো নাও,
  দাও, তুমি  চুলে গেঁথে দাও
  শাঁওন ভরা এই সন্ধ্যায়।"  


আমি বলবো
"দিন, আমি তারা গুলো নিচ্ছি
আঁধার খোঁপায়  গুঁজে দিচ্ছি,
তাহলে এবার,
তাকান তো একবার," এই প্রথম
চোখে চোখ রেখে আমি বলব, --- "স্বাগতম,
আপনাকে (জনান্তিকে 'তোমাকে' আমার) স্বাগতম!"


*এই কবিতাটা অমিয় চক্রবর্তীর "সংগতি" কবিতাটার ছন্দে মুগ্ধ হয়ে রচিত হয়েছে,
যদিও শেষ পর্যন্ত ছন্দটা পরিপূর্ণ রক্ষিত করা যায় নি।  স্যরি!