কেউ নেই এই জানালায়, ব্যালকনি একা একা রোদ খুঁটে খায়,
একদিন একঝুড়ি গীতবিতান রঙ ধরেছিল ওই কার্নিশে,
উজান উজান ঘ্রাণ ছিলো তার, অথচ এখন
বিজন সেলফোন টাওয়ার ফাঁকা আকাশে আদান প্রদান
ডিজিটাল সিগনাল শুধুমাত্র ওয়ান বিহীন সব জিরো
জিরো জিরো ঘিরে মোজার্ট জি মেজর কি বাজানো যায়
পিয়ানোর রিডে?


মেহগিনি বার্নিশ রিভাইব করতে হবে ভেবে কেউ শোফা থেকে উঠে গেলো,
এলোমেলো ফুল ফল আঁকা শর্ট ড্রেস যেন প্রকাশিত
বাসন্তিকা উরু ল্যাভেন্ডার এ্যান্ড নেম ব্র্যান্ড অন্যকিছুমিছু;
নীল বেগুনী আভা শুরু কোরিয়ান লাইলাক ডালে,
এক জোরা কার্ডিনাল
লাল হ্যালোজেন প্রভা ব্লেন্ড করে স্ফুরিত উলের বল বানিয়ে রেখেছে
আজ এই তরুণ বসন্ত সিজনে !


এমন সব নির্জন ইমেজারি ভরা ব্রাশে
আঠালো কামড়ে থাকা ড্রেস ছেড়ে ছাই কিছুটা ফ্রেস না হলেই নয়
বরং চলেই যাই মনে মনে, নিয়ে আসা যাক পুরোটা নীল মেঘালয়
এই একাকী দুপুরে
চিৎ করে ঢেলে দিই তাকে ব্লু পার্ল গ্রানাইটের গায়ে, বলো গল্প বলো, সারাটা নিরালা বিকেল বেলা,
বলেই যাও, বলতেই থাকো ক্রমাগত, যতো তুমি পারো ভাসাও মেঘের ভেলা,
গারো পাহাড়ে সেইসব যতোসব ভেজা মহুয়া মাদল মাখা সুরে।
অনেক দূরত্ব থেকে আরো দূরে, অনেক অনেক দূরে!*
-----------------------------
* আমার একটা খুব প্রিয় গানের স্মরণে ‍‍
"তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে,
বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে ..."