কিশোর বয়সে পদার্থ বিজ্ঞানে
উত্তল বনাম অবতল পৃষ্ঠ
আরো এমন অনেককিছুই
কোনোদিন বুঝিনি,
শুধু তোতাপাখি মুখস্ত করে পাশ!


যৌবনে উন্মত্ত আমি
তখনো বুঝিনি তোমার ভেতরে
কোনটা উত্তল কোনটা অবতল !
তোমাকে আর তোমার কণ্ঠস্বর কে অনেক ঘুরিয়ে ঘারিয়ে
বাতি জ্বালিয়ে নিভিয়ে
প্রিজমের রশ্মিতে
কখনো অন্ধকারে
কখনো হাজারো লুমেনে
অণুবীক্ষণে দূরবীক্ষণ
বীক্ষণ
রামধনুর সপ্ত রঙ কেঁটে ছিড়ে
আমি তোমার মন
আর ধনী শরীরের রঙটা খুঁজে পাইনি!


আজ, পৃথিবী আর বয়সের উত্তরে এসে
এখন বুঝি উত্তল অবতল ইত্যাদি কি জিনিস
তুমিতো রামধনু ছিলেনা
তুমি ছিলে
সুমেরুপ্রভাঃ অরোরা বোরিয়ালিস
যার কোনো উত্তল অবতল নেই
শুধু মাত্র আবর্তন বিবর্তন
যে অনেক দূরত্বে
আর যার সব উপতল রসাতল ...............