গাছের পাতার মাঝেও এক জগৎ আছে,
সেখানে সবুজ সোনারা থাকে,
জলের কণারা থাকে, থাকে ফোটা ফোটা আলো।


চোখের জলেরও একটা জগৎ আছে,
সেখানে অব্যক্ত কথারা থাকে,
আত্মঘাতী ব্যথারা থাকে,
হিসেব থাকে বাসা হলো কাকে কত ভালো।


আঁধারের একটা জগৎ আছে,
ভাবেরও একটা সংজ্ঞা আছে,
প্রেমেরও আছে বহুমাত্রিক রূপ।


অর্থহীন জীবনেরও অনেক মানে আছে,
শুধু যেতে হয় জীবনের আরো কাছে,
দিতে হয় মানুষের জীবনে জীবনে ডুব।


কবিতা : মহাশিল্প জীবন ২
লেখক : সহস্র সুমন
কাব্য : মহাশিল্প জীবন
শিখা প্রকাশনী