সে আমায় ভালোবাসে
                   সহস্র সুমন।                  


ভালোবাসা? বেদনাই ভালোবাসা।
আমার অনুপস্থিতিতে তার ভেতর বিষন্নতা আসে,
আমার ভর্ৎসনায় লোনা জল আঁখিধারে ভাসে,
আমার নীরবতায় শত শত প্রশ্ন জাগে তার আকাশে বাতাসে,
মানে,  সে আমায় ভালোবাসে।


আমি হারিয়ে গেলে সে অস্থির হয়,
আমি অসুস্থ হলে সে চঞ্চল হয়,
আমি উদাসী  হলে সে জিজ্ঞাসু হয়,
কি হলো তোমার? কি হয়েছে আজ অভ্র সুবাসে?
এই বেদনা বিলাসে এভাবেই সে আমায় নিয়ত ভালোবাসে।


আমি যদি ভেসে যাই দূর দূরে উজান ভাটায়,
খোঁজে সে আমায়, জলের মায়ায়,  ঢেউ এর ছায়ায়।
যদি আমি ব্যথা পাই, যদি আর্তনাদ করি,
আমি দেখি তার বেদনা, তার অন্তরের আহাজারি।
যদি দেখি চারিদিকে কুজ্ঝটিকা, তুমুল ঝঞ্ঝা,
কালো আসমান, বাতুল হাওয়া, উথাল পাতাল ঝড়,
সে আসে বীরের বেশে, লড়ে অসীম সাহসে,
ঝড় শেষে চারিদিকে জল,
               মাধবী নদীর চরে  ছোট্ট একটা ঘর।


আমার পরিণতি তোমার প্রণয়ে, তোমার প্রণয়ই মোর পরিণতি,
তোমার ক্ষতে আমার ক্ষতি, আমি তুমি এমনই ব্রতী।
এইতো পিরিতি, এইতো রীতি।


তুমিই সে, যে আমাকে খোঁজে প্রতি পৃষ্ঠার ইতিহাসে,
মানে হলো,  সে কেবল আমাকেই ভালোবাসে।


যাই হয়ে যায়, হাসি কান্নায়,  
   বুঝি তার দীর্ঘশ্বাসে, আশায়-হতাশায়, প্রতিক্রিয়ায়।
যদি নাই থাকে এসব, যদি তার ঠিক চলে সব,
তবে এই অদ্ভুত নির্লিপ্ততায়,
তার হৃদয়ের মাঝে আমি কোথায়?


যদি আমার বেদনায় তার চোখে জল আসে,
মানে, সে আমাকে ভালোবাসে।


আমার সুখে যদি সে হাসে,
আমি কষ্ট দিলে সেই কষ্ট সে পায়,
ঝগড়ায় অভিমানী হয়,
মানে,  সে সেই আগের মতোই আছে,
মানে হলো,  সে আমাকেই ভালোবাসে।