স্বাধীন পাখির গান
- শাহ্ পরান

আকাশের বুকে ডানা মেলেছি, আমি স্বাধীন পাখির মতো,
সাত সমুদ্র তেরো নদী, যেন আমার খেলার ছাদ।

পাহাড় চূড়ায় বাসা বেঁধেছি, মেঘের দেশে ঘর,
সকাল-বিকাল গান শুনাই, আমি আপন স্বর।

ঝর্ণার জলে স্নান করি, বনের ফুল পরি,
রংধনু রঙে স্বপ্ন আঁকি, আমি আপন মনে ঘুরি।

নেইকো বাঁধন, নেইকো ভয়, উড়ি আমি ডানা মেলে,
এই পৃথিবীটা আমার, আমি উড়ি হেসে খেলে।

চাঁদের আলোয় পথ চলি, তারার সাথে কথা বলি,
ভোরের আলোয় জেগে উঠি, আমি নতুন দিনের কলি।

আমি হবো বুনো পাখি, এটাই আমার সাধ,
এই জীবনে উড়তে চাই, ভেঙে সকল বাঁধ।