ত্যাগের মহিমা
- শাহ্ পরান
কুরবানী মানে ত্যাগের মহিমা,
আল্লাহর রাহে বিলিয়ে দেওয়া।
ঈদের খুশি ঘরে ঘরে,
গরীব-দুঃখীর মনও ভরে।
হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে আজ,
গড়ে তুলি সম্প্রীতির সাজ।
কুরবানীর এই পবিত্র দিনে,
মানুষে মানুষে মিলুক প্রাণে প্রাণে।
ত্যাগের আলোয় আলোকিত মন,
দূর হোক সব অমানিশার ক্ষণ।
ঈদের চাঁদে হাসুক সবাই,
সুখের বার্তা ঘরে ঘরে ছড়াই।
কুরবানী হোক কবুল সবার,
শান্তি আসুক বিশ্বে আবার।
ঈদের আনন্দে মাতুক প্রাণ,
এই কামনাই করি আমি দান।