ভালো লাগেনা আর কিছু
- শাহ্ পরান
আকাশ ছোঁয়া স্বপ্নগুলো,
হঠাৎ হলো মলিন,
ভালো লাগেনা আর কিছু,
জীবন যেনো ঋণ।
চোখের কোণে জল জমেছে,
হৃদয় কাঁদে একা,
স্মৃতির পাতা উল্টে দেখি,
নেই তো কারো দেখা।
রাতের তারা মিটমিট করে,
নীরব চাঁদের আলো,
ভালো লাগেনা এই পৃথিবী,
সবই যেনো কালো।
তবুও আশা রাখি মনে,
হয়তো হবে ভোর,
ভালো লাগার দিনগুলো,
আসবে ফিরে ফের।