রোদ উঠে গেছে প্রিয়, শহরে হয়েছে ধূলি
তোমায় ভুলতে গিয়ে দিয়েছি সাগর নদী পাড়ি।


ক্যামেরা ভর্তি ফিল্মস, নেই তোমার কোন ছবি
স্মৃতি জমানোর স্বাদ হারিয়েছে, সবই লাগে বিস্মৃতি।
মানচিত্র আর কাঁটা খুঁজে ফিরে বাড়ি ফেরার দিক
তুমি হীন এই পথটা আমায় হারায় দিগ্বিদিক।


শত রং মাখা গল্প বইয়ে, নেই তোমার কথার ঝুলি
অপরিচিত ও আপন হয়েছে আওড়াচ্ছি কত বুলি।
ষ্টেশনের ভীড়ে তোমার চিকন গলা খু্ঁজি
বন্ধ কেবিনে হারিয়েছে মজা যাত্রা বিরতি।


যদিও হয়েছে দেখা, অনেক পর্বত চূঁড়া গিরি
ফিরতি যানের গ্লাসে এখনো তোমার ছবি আঁকি।
ফুরিয়েছে চায়ে ধোয়া আর ফুসফুস কাঁড়া বিড়ি
শহরটা আজ বিষন্ন, তাই তোমার কাছে ফিরি।


বারে বারে এই ফেরা, যদি একটি বার আবার শুনি
দূরে যেওনা আর প্রিয়, আজো তোমায় ভালোবাসি।