ধর্ম -বর্ণ, জাত আর বেজাত
বৈষম্য সব করিব দূর,
সম্প্রীতি আর মায়ার ভাবে
এসো, মানুষ হওয়ার প্রতিজ্ঞা লই।।


যত আছে গোড়ামি আর
আছে যত কুসংস্কার,
গ্লানি সব মুছে দিব আজ
এসো, মানুষ হওয়ার প্রতিজ্ঞা লই।।


হিংসা বিদ্বেষ ক্রোধ আছে যত
সবি দিব আজ বিসর্জন,
মনুষত্ব্যের জয় ডাক দিয়ে
এসো, মানুষ হওয়ার প্রতিজ্ঞা লই।।


সকল উদ্ধত করিব দূর
বন্ধনে বাঁধি মানবতার সুর
রুদ্ধতা সব রূখে দিয়ে আজ
এসো মানুষ হওয়ার প্রতিজ্ঞা লই।।


মানুষ হইলে মানব বনিবে
তাহা না হইলে কোথায় খুজিবে?
পিছপা ব্যাতিত আগাইয়া একবার
এসো মানুষ হওয়ার প্রতিজ্ঞা লই।।


মোরা দুর্বার, মোরা দুর্নিবার
ধূলিত করিব আজ সবি অহংকার,
প্রাণ সঞ্চারে হয়ে নির্বিকার
এসো, মানুষ হওয়ার প্রতিজ্ঞা লই।।