এই যে দেখুন লালে লাল খুন পাত্রী মোদের বেশ
ফেলিয়া ঘোমটা দেখাতো রে মা কৃষ্ণ বরণ কেশ
আনত নয়ন গভীর শরম- দেখা দিবো নাহি হায়
কে জানি আসিয়া গুণ্ঠন টানি ফেলে দিলে মোর গায়।


পাত্র মহলে উঠিল রে শোর দ্রাক্ষা ডালিম নূর
মানবীর রূপ প্রিয় প্রিয় সুখ পারিজাত কলি হুর
জ্ঞাতি কুল ধরি সঘন নয়না মানবীর রূপ  চষে
মৃত্তিকা দলে খুঁজিতেছে ধন গুপ্ত ভূমিতে পিষে।


কোথা খুঁজো ধন শিখণ্ডী মন তোমাতেই আছে তাহা
খুলো গৃহদ্বার পাবে ফুলহার অন্তর ভরা যাহা
চন্দ্র কালিমায় ঘোর আপত্তি? মদিরা মাতাল সে তো
কেহ যে মাতাল জানে না স্বয়ং ধরেছে নানান ছুতো।


জ্ঞানের খনিতে প্রস্তর কাটে, সুপ্ত জ্ঞানের বিকাশ
জ্ঞান শ্রমিকের জিজ্ঞাসু মন- নীল কেনো ওই  আকাশ?
পাত্রী ভীষণ দূর্বার ঘাস শঙ্কিত মনে চাহে
দূর দূর দূরে খসে পড়ে তারা পাশাপাশি বসা দোঁহে।


ঘরকান্নায় দিনমান পার জ্ঞান কলি চায় তার
পাত্র পুরুষ। যথেষ্ট তাহা প্রশ্নে মানি নে হার
ধর্ম বিদ্যে হস্ত লিখন কসরত আছে যত
এক মানবীর শত গুন চাই হৈমবতীর মত।