মনের গহীনে তোমাকে নিয়ে যে কথাগুলো লুকিয়ে ছিল
তা ক্রমশ হারিয়ে যেতে বসেছে।।


বর্ষার প্রকৃতি শীতল করা বৃষ্টি জলের ছোয়া থেকে বাঁচতে-
যখন অর্ধ-ভেজা এলো চুলে ,
ছাউনির নিচে এসে দাঁড়াল আমার পাশে
সেদিন থেকেই অব্যাক্ত কথাগুলো মনের মাঝে ভাসে।।


সেই যে প্রথম দেখা,প্রথম অনুভূতিগুলো
মনের মাঝে রেখে,স্বপ্ন বুনেছিনু কতশত,
একদিন কথাটি বলে সেই যে গেলে--
এসব নাকি অভিনয়ের মতো??


দাওনি সময় বলে বোঝাবার-
মনের অব্যাক্ত কথা।।


সেই দিনের মতো আজও বৃষ্টি ঝরছে আপন মনে,
ছাউনিতে দাঁড়িয়ে আমি,পাশে আরো কতজনে।।


পার্থক্য শুধু, পাশে নেই সেই তুমি-
অর্ধ-ভেজা চুলে, মিষ্টি হাসিমুখে -
ছাউনিতে যাকে প্রথম দেখেছিনু আমি।।