ঝরে-পড়া গাছের পাতা নয়,
ছিঁঁড়ে নেয়া পাতা সবুজ হয়!
বইয়ের মধ্যে এক পত্র রাখা,
ছিলনা যে সাথে কোন শাখা!


অনেক দিন পর খুলে সে বই!
খুঁঁজে হয়রান পাতা গেল কই?
পেলাম সেটা, নেই রং সবুজ,
বদলে যাওয়া প্রেম যে অবুঝ!


পাতায় ছিল তো ক্লোরোফিল,
বইয়ের সাথেই ছিল যে মিল!
সূর্যালোক অভাবে নেই শক্তি,
অন্দরে থাকায় মিলেনি মুক্তি?


ফারাক, ঝরে-পড়া ছিঁঁড়ে-নেয়া,
পারেনা তাকে গাছ বারি দেয়া!
কত রং হয় এ যে গাছের পাতা,
তারা আসলে সব কিছুর মাথা!


গাছের পাতা কমলা-হলুদ-লাল,
পাতাই যে গাছের একমাত্র ঢাল!
গাছের পাতা এভাবে রাখাই নয়,
আবদ্ধ রেখে হবে কি কোন জয়?


=================o


উত্তর আমেরিকা
১ লা আষাঢ়  ১৪২৮ বঙ্গাব্দ