অবদান টা কোন দেশের?
বাংলাদেশের!
কোন ভাষা?
বাংলা ভাষা!


১৯৫২’র ভাষা আন্দোলন!
বিশ্বের ভাষা-সাহিত্য-সংস্কৃতির
ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন এখন
আন্তর্জাতিকভাবেই স্বীকৃত ও প্রতিষ্ঠিত!


জাতিসংঘের ইউনেস্কোর স্বীকৃতি...
২১ ফেব্রুয়ারি উদযাপিত হয়
পৃথিবীর সব দেশে...
‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’


গোটা বাংলাদেশ,
টেকনাফ থেকে তেঁতুলিয়া
আনুমানিক বারো হাজার শহীদ মিনার,
জেলা, উপজেলা বা ইউনিয়নের
কোনো জায়গা বাদ নেই!


পাকিস্তানি শাসকগোষ্ঠী যাদের
খুন করলো তারা -
রফিক, সালাম, জব্বার, বরকত আরো
অনেকে, সবাই ছিলেন মুসলিম!
যাদের নাম অনেক গৌরবের
সাথে করি উচ্চারণ!
ভাষা আন্দোলনে
এ কৃতী সন্তানরা শহীদ!


রবি ঠাকুর 'গীতাঞ্জলি' সাহিত্যে
নোবেল পেয়েছিলেন
তাঁঁর সৃষ্টির কর্মের জন্য,
ভাষার জন্য না, কারণ
গীতাঞ্জলি ছিল ইংরেজি অনুবাদ!
বাংলা বলতে বিশ্ববাসীর আন্তর্জাতিক
স্বীকৃতি টা বাংলাদেশের ই অর্জন!


নকশালপন্থী আন্দোলন নিয়ে
পশ্চিম বঙ্গের লেখকরা ঢাউস
ঢাউস উপন্যাস লিখেছেন
কিন্তু পূর্ব বঙ্গে এত বড় একটা
রক্তক্ষয়ী যুদ্ধ...
তা নিয়ে দুই বাংলায় লেখকরা
ভালো মানের একটা চটি
পর্যন্ত পারেননি লিখতে !
কারণ কি...
সাহিত্যে ধর্মীয় সাম্প্রদায়িকতা?


পূর্ব বাংলার মাটি এক
আবাদি উর্বর জমি!
এখানে শুধু কাক ই
জন্ম গ্রহণ করে না!
সাথে জন্ম গ্রহণ বাঘও !


যারা পশ্চিম বঙ্গে বিখ্যাত
তাঁঁদের বেশির ভাগ হিন্দু -মুসলিম
এ পূর্ব বাংলার...
মানে বাংলাদেশের!


বাংলাদেশের দুর্ভাগ্য!
তাদের ধরে রাখতে পারেনি...
প্রবহমান নদীর জল ধরে রাখতে
কি গেলে তা হয়ে উঠে ফারাক্কার বাঁধ ?


পোয়াতি নারীরা প্রায় দশ মাস
করেন সন্তানকে গর্ভে ধারণ...
বাংলাদেশ জ্ঞানী গুনীজনকে
ধারণ করার ক্ষমতা রাখে না
দশ দিনও!


====================o


উত্তর আমেরিকা,
২৯ শে বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ