জীবনের সাথে কিসের, কেন দ্বন্দ্ব?
যোগ বিয়োগ গুণ ভাগ!


দুই বা ততোধিক সংখ্যাকে একত্র করে
একটি সংখ্যায় পরিণত হওয়া যদি যোগ হয়  
বিশ্বসংসারে ভালো মানুষের যোগ নেই কেন তাহলে?
আসলে, যোগ হলো ধনাত্মক বা ব্যয় নয়, আয়!
যোগ মানে হাসি, মানুষের দুনিয়াতে আসা,
যোগ হলো সুখ, বেশি দিন স্থায়ী হয়না
সুখের শেষ দু:খের মত না!


বিয়োগ হল দু'টি সংখ্যার মধ্যে পার্থক্য খুঁজে বের
করা বা একটি থেকে আরেকটি সংখ্যা বাদ দেয়া মানে তো!
তাহলে বদ মানবের কেন হয় না পৃথিবী থেকে বিয়োগ?
বিয়োগ হলো আয় নয়, ব্যয় !
বিযোগ মানে রোগ বা করোনায় শেষ নিঃশ্বাস,
বিয়োগ হলো যন্ত্রণা, মানুষের চলে যাওয়া!
বিয়োগ মানে ঋণাত্মক, মানবতার অভাব বা দু:খ!
দু:খ, তার কারণ আছে!
দু:খের শেষ আছে বেশিদিন টিকে থাকার পর ...


যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ বা পূরণ,
গুণের প্রধান ধর্ম বিনিময়যোগ্যতা,
গুণ মানে বেশি বেশি আয় বা পাঁচ-ফোড়নে ব্যয়!
তাহলে আজকাল মানুষের ভাল গুনগুলো দেখা যায়না কেন?
গুণ চিহ্ন (×) কম্পিউটারেই বা অন্য রকম (*) কেন ?
পরিগণকের উপর দখল মানুষের...
গুণ মানে খুন সন্ত্রাস যুদ্ধ কুশাসন শোষণ অপকর্ম রাহাজানি কাম ক্রোধ
হিংসা লোভ দুর্নীতি ভন্ডামি অত্যাচার বহুগুনে বেড়ে যাওয়া!
  
বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ,
ভাগ মানে বেশি বেশি ব্যয়, আয় নয়!
ভাগ চিহ্ন (÷) কম্পিউটারেই বা অন্য রকম ( /,\) কেন ?
স্বয়ংক্রিয় গণনার যন্ত্রের পক্ষেও সন্ভব শরিকানায়!
তাহলে সুখ-দু:খ ভাগাভাগি করে মানুষ কেন চলেনা?
ভাগ মানে ভাগো বা চলে যাও ...
ভাগ হলো বিভাজন বা ভাঙ্গন
পুঁজিবাদের অস্ত্র ...


==============o


উত্তর আমেরিকা,
১০ ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ