আমাদের জীবনে আছে অনেক দর্শন,
জিন্দেগীর ঢল আছে তবু থাকে বর্ষণ!
ইনসান-প্রাণে আছে কত শত বিজ্ঞান,
জীবনের ক্ষয় নেই, মানুষ হারায় মান!
জীবন চলন্ত, তবে রাখে বহুত ইতিহাস,
মানেবের কষ্ট লেগেই থাকে বারোমাস!
অনেকের জীবনে থাকে এতো রসায়ন,
লক্ষ নরের কষ্ট! ঐ কিছু লোকের ধন!
জীবন চলতে যে পারে যদি অর্থনীতি!
মানুষের ই কেন হাজার রকম ভীতি?
এ জীবনে আমাদের আছে অনেক ধৰ্ম,
মরদ কে করে যেতে হয় তাঁদের কর্ম!
----


( রিতার জন্য )
--------------------------------------
সে তার  নিচু প্রবাল দ্বীপ ফিরে আসে
যা গ্রীষ্মমন্ডলীয় মহাসাগরের কাছে
যেখানে ঈশ্বরের বাণী ছড়িয়ে দেয়ার জন্য
নারীরা এখনও টপলেস আর পুরুষরা পুউন্ডোসি পরে
"আর মোবাইল ফোনে ফটোগ্রাফ বা  ভিডিও  বার্তা পাঠানো নয় !


"অ্যাই আদাই, ওদের কাছে ফোনও নেই!?" আমার বন্ধু জিজ্ঞাসা করে
"তারা ফোন ব্যবহার করে! এবং ইন্টারনেটও আছে!"


"সত্যি?"


"হ্যাঁ, তারা শুধু প্যান্টি পরেনা  বা ডিওডোরেন্ট ব্যবহার করে না," আমি বলি।


আমরা হাসি, বিরক্তিকর দ্বীপও হাসে।


তারা ভাগ্যবান ।


-------------------------------


মূল :Envie
      By Emelihter Kihleng
      ( Poem-a-day, the Academy of American Poets, U S A)


for Rita
he is going back to his atoll
where the women still go topless
and the men wear pwundosi
to spread the word of God


“no more sexting,” I say


“Ai adai, they don’t even have phones over there do they!?” my friend asks


“They do! and internet too!”


“Really?”


“Yea, they just don’t wear panty or deodorant,” I say.


We laugh our annoying island laughs.


Lucky them.


Copyright © 2022 by Emelihter Kihleng. Originally published in Poem-a-Day on May 13, 2022, by the Academy of American Poets.