দেশে 'কোটা আন্দোলন' নাম নিয়ে ছাত্ররা প্রথম দিকে ছিল,
বাধায় তাদের আন্দোলনে 'বৈষম্য বিরোধী' নামে বেগ দিল!
অনেক হত্যা,সরকার-পতনের আরেক আন্দোলন হলো শুরু...
ছাত্র সংসদ ছাড়া ই সমন্বয়ক তারা! এই আন্দোলনের গুরু!
ক্ষমতার জন্য ছিলনা,সরকারী চাকুরি পাবার অধিকার-আশা,
শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য ছিল না তাদের ভালোবাসা!
নিজেদের স্বার্থের জন্যই আন্দোলন! জন-ভাগ্যে র কি বদল?
নিপীড়িত বিরোধী দল-সেনাবাহিনী-জন-আন্দোলন টা সফল...
বন্যার কারণে ত্রানের টাকা! ব্যাঙ্কের একাউন্টে সেটা কেন?
দেশ-বিদেশে ঘুরে বেড়ায় তারা, বাবা পয়সা দিয়েছে যেন!
ছাত্রদের চরিত্র দিন দিন বদলে যাচ্ছে ক্ষমতার স্বাদ পেতে_
তারা ব্যস্ত, বিশ্ববিদ্যালয়ের ওরা উঠেছে কিছু হত্যায় মেতে!
নতুন সরকারের ঘুষ পেয়ে দেশে করছে এখন কত অপকর্ম...
ক্ষমতা খুবই খারাপ জিনিস, বাজে কর্মে থাকে না কোন ধর্ম!