পড়াশোনা শেষে এখনো ইউনিভার্সিটিতে আছি,
ছাত্র-ছাত্রীকে পড়ানো ছাড়া মারি অনেক মাছি!
দলের বলে স্বল্প-মেধায় আছি বিশ্ববিদ্যালয়ে,
করছি যে অধ্যপনা অনেক মেধাবীকে ডিঙ্গিয়ে।


জানিনা কেন বলে আমাদের প্রাচ্যের অক্সফোর্ড!
হাজারের মধ্যে আসেনা আন্তর্জাতিক রাঙ্কবোর্ড?
বিভিন্ন  ডিপার্মেন্টে তেমন হয়না  ঠিক লেখাপড়া,
কর্মক্ষেত্রে ধরা পড়ে,পড়াশোনায় ছিল ভুলে ভরা!


ব্যস্ত যে আমি সাদা-নীলের যত  সব কাজ-কর্মে,
ভার্সিটিতে না পড়িয়ে বেতন পাওয়া কোন ধর্মে?
আগের দিন  না পড়েই যাই আমি ক্লাসে পড়াতে!
কিভাবে আশা  করবেন শিক্ষার্থীর টনক নড়াতে?


শিক্ষার এ মান কমা, কারণ আমরা জানিনা কেন?
ইউ.জি.সি-র বদলে পাচ্ছে অনুমোদন যেন-তেন!
কোচিং- সেন্টার রূপান্তরেই সর্বত্র  বিশ্ববিদ্যালয়,
বেকার-তৈরি-কারখানায় হছে দেশে যত অপচয়!


গবেষণার  নামে আসলে হয় কি কোন গবেষণা?
সার্টিফিকেট-সর্বস্ব জ্ঞানের বহরেরই আনাগোনা!
শিক্ষক হয়ে জ্বলছি তো আমি  বিবেকের আগুনে,
থামবেনাএ জ্বালা চৈত্র থেকে কোন এক ফাল্গুনে?


======================o



কানাডা,
২৯ চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ