আজকে বাংলা নববর্ষ ১৪২৯ পুরো দেশে,
কেন বাংলা কথায় এখন অন্য ভাষা মেশে?
চলবে এখন পান্তা ইলিশ খাওয়ার আমেজ!
বাংলা ভাষাতে এখন আছে কি কোন তেজ?


এ দেশি মানে মাছে-ভাতে আমরা বাঙালি,
রাষ্ট্রভাষা-সর্বস্তরে এ ভাষা প্রচলনে ফালি!
বাঙালিদের এ উৎসব শুরু হয় যে সকালে...
অন্য কত ভাষার উৎসব শুরু হয় বিকালে!


ভাষার জন্য আত্মাহুতি দেয়া জাতি বাঙালি।
৮ই ফাল্গুন চরম অবহেলিত! হয়েছে কালি।
শাসকশ্রেণির বাংলা ব্যবহারে আগ্রহী নয়!
এ ভাষা ব্যবহারে মোদের কেন এত ভয়?


অতীতে পরাধীন, বিদেশিরা করেছে শাসন,
নামে বাঙ্গালী! কিন্তু কোথায় আমাদের মন?
দেখেছি আমরা সংস্কৃত-ফার্সির পরে ইংরেজি,
শিক্ষকের বাংলা ব্যবহার নেই,করবে কি হাজী?


শিক্ষা-বর্ষ চালু হোক না বাংলার নতুন বছরে...
বিশ্ববিদ্যালয়ে ইংরেজী থাকে, বাংলা ভুতুরে?
হয়েছিল সরকারি ভাষা! পায়নি যেন মর্যাদা!
বাংলা ব্যবহার করেনা ওরা কোন নবাবজাদা?


এখন তারা নেই দেশ শাসন করে স্বদেশিরা,
বাংলা ভাষার বিপক্ষে জড়িতরা কারা কারা?
পাকিস্তানিরা উর্দুকে চাপিয়ে শেষে পারেনি।
কেন আমার বাংলা ভাষা সর্বত্র প্রচলন হয়নি?
একমাত্র জাতি যারা ভাষার জন্য দিয়েছি রক্ত,
অন্য ভাষার ব্যাপারে হতে পারিনা কেন শক্ত?


=======================o