এগারো মাস জুড়ে আমরা বাংলা ভাষার -
ভালো-মন্দ কতকিছু দেখি আর না দেখি,
একুশ এলে শুরু হয় প্রভাত ফেরী-আলোচনা-
পত্রিকা-সংকলনে গল্প-কবিতা লেখা-লেখি।


দেশে করোনা -টিকার মাঝে এসেছে একুশ
এদেশের  মানুষের এখনো হয়নি কেন হুঁশ?
চলছে বাংলা  ভাষার এক  ধরনের দুর্গতি
ভাষা ছাড়া অনেক কিছুর হয়েছে অগ্রগতি!


করোনা নিয়ন্ত্রণে আমেরিকা-ইউরোপ
ব্যর্থ, বাংলাদেশ নাকি অনেক সফল!
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
জবাব দেবেন বাংলায় কেন এত দুর্বল?


করোনার টিকার ব্যবহারে আমরা গর্ব
করি বিশ্বের ৫৪তম বাংলাদেশ !
বাংলার কৃষ্টি-সভ্যতা-সংস্কৃতির তাহলে
সব হয়ে যাচ্ছে কেন এরকম নিঃশেষ?


ভাষার এ দুর্গতি যতই পড়ছে চোখে ও কানে,
আমাদের কী করা উচিত আসেনা কেন মনে?
বাংলা ভাষা আমাদের রক্তের অধিকার,
শোনেনি তারা ১৯৪৮ সালের চিৎকার?


তবু কেন আজও নেই বাংলায় কোন-
চিকিৎসা-আইন-বিজ্ঞান-শিক্ষার বই ?
টক শো ভাষণ আর মিডিয়ার জগতে
ফুটে তাদের ইংরেজী ভাষার যত খৈ!
বের করুন  বাংলা ভাষার শত্রু কারা,
ইংলিশ- হিন্দি ব্যবসায় লুটছে যারা?


দেশটি আমাদের ভাষা-ভিত্তিক রাষ্ট্র,
শ্পেনিশ ভাষা কে অবহেলা-
করেন নি তো  ফিদেল ক্যাস্ট্রো !
কেন হলো না চালু সর্বস্তরে বাংলা ভাষা?
আমাদের ভাষা তো সকল ভাষার খাসা!



বাংলা বর্ণমালা অফিসে ব্যবহার করেনা যারা
পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ভাষা-শহীদ ও বাংলা-
ভাষার প্রতি তখন দরদ দেখাতে থাকেন তারা।
বাংলার বিপরীতে ইংরেজী, মুক্তির পথ-
পাবার আশায়  আমাদের আছে যত শত বেদনা,
মুখে হাই-হ্যালো-অসাম-ওয়াও -বিউটিফুলের-
আড়ালে  ঢেকে যায় যে বাংলার সমস্ত চেতনা।
বায়ান্নের ভাষা আন্দোলনে-
এদেশে ভাষার  জন্ম হয়েছিল বপন  বীজ
কেন পারিনি এ সুন্দর ভাষাকে করতে নিজ ?


বাংলা বাঙালির প্রাণ বিন্দুমাত্র ও নেই তার লেশ,
সুকৌশলে ভাষার ভেতর ঢুকিয়ে শব্দ-গত বিদ্বেষ।
এক ভয়াবহ রোগ,অবহেলা ও ভাষা-সাম্প্রদায়িকতা  
ভয়ানক রোগ সারাবে কে ? একমাত্র বাংলা- টিকা!


এখন আমাদের বাংলা-টিকার বড় প্রয়োজন,
কিন্তু দেখিনা কেন কোন ধরনের  আয়োজন?
বাংলা ভাষা কে সুমহান মর্যাদায়-
আমাদেরই বাংলা-টিকার আবিষ্কার করতে হবে
ভাষা-দেশ-ভাষা-শহীদদের তখন সম্মান তবে।


কানাডা,
৯ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
২১শে ফেব্রুয়ারি, ২০২১