চকচকে নীল আকাশে মেঘ ভালো লাগে,
কালো মেঘ দেখলে এখন যে ভয় জাগে!
চাইনা দেখতে  জমাট-বাঁধা কালো মেঘ,
এ মেঘ-বারিতেই আছে তো অনেক বেগ!
  
কালো মেঘের জল কখনো দেখি কালো?
সাদা মেঘে পাওয়া যায়না তেমন আলো!
কালো মেঘ-চাদরে নিজে মুড়েই আকাশ,
নিচে নিয়ে আসে ভয়ানক বাদল-বাতাস!


জ্যোৎস্না রাতে কালো মেঘের নেই দেখা!
জলধর পাহাড় চুঁড়ায় ছুঁয়ে দেয়না লেখা?
শুভ্র -মেঘ মিষ্টি বাতাস পিঠে খেলা করে,
ঝড়ের বার্তা নিয়ে আসা কালো কে ধরে!


কালো মেঘ বৈশাখী পাখির ডানায় উদ্বেগ,
মেঘের সাজ গুড়ুম গুড়ুম শব্দে নেই ত্যাগ!
রাঙা ধূলোয় মেঘ উড়ানো কত কিছু পিছে,
মনের শহর টা কেন যে মেঘে ছেয়ে গেছে?


=====================o


    ১লা শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ
         উত্তর আমেরিকা


               ****