তুষারের ফাঁকে ছোপ ছোপ রক্ত!
কোথায়?
ফ্রান্সের আল্পসের পার্বত্য অঞ্চলে আর এন্টারকটিকার
উত্তরপ্রান্তের উপদ্বীপ লাল বরফে আবৃত..
ভূমণ্ডলীয় ঊষ্ণতা ..
সুরুজের আলো থেকে সবুজ শ্যাওলার বাঁচার চেষ্টা!
তীব্র সূর্যরশ্মি থেকে বাঁচতে তাদের কোষে ক্লোরোপ্লাস্ট
সূর্যের তাপ শোষন করে ওরা দ্রুত বরফ গলাচ্ছে
বৈশ্বিক উত্তাপে সবুজ রঙের ঢাল লাল রং ...
এরিস্টটল এ স্নো অ্যালগের কথা বলেছেন, এখনকার বিজ্ঞানীরাও বলছেন!
অসুস্থ পৃথিবী কে বাঁচানো কি যায়না?