তারা সুবিধাবাদী সরকারী যত কামলা,
বিভিন্ন রকম সুযোগ- সুবিধার গামলা!
সামরিক-বেসামরিক অবিবেচক চাকর,
জনগণ কে মনে করে তাদেরই নোকর!


আমলারা তো দেশের জনপ্রতিনিধি নয়!
অনির্বাচিত এদের থাকেকি ভোটের ভয়?
সরকার পরিবর্তিত হলে পদ কি হারায়?
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সময় যায়!


তারা কি হলো নীতিনির্ধারণ-তৈরিকারক?
দুর্নীতিবাজ আর চোররাই তাদের গ্রাহক!
ভোটের মাধ্যমে নয় নির্বাচিত হয়নি যারা,
কাজ নিয়ন্ত্রণ-পরিচালনায় মন্ত্রী নন তারা!


আমলাদের নিয়োগ পাঁঁচ বত্সর পর পর?
কর্মের উপরে নবায়ন হবে যত নারী-নর!
কেন জবাবদিহিতা থাকবেনা প্রতি ক্ষেত্রে?
পর্যালোচনা হবে ট্রুথ-কমিশনের ই নেত্রে!


====================o


      ৬ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ
            উত্তর আমেরিকা


                  ****