আকাশ রঙ পরিবর্তন করে,
বাতাস অবশ্য গতিতে নড়ে!
সাগর বদলায় কি তার রং ?
নদী বদলায় গতি পথের ঢং


মানুষের জীবনে রঙ বদলায়,
বয়সের ধাপে কী তারা খায়!
সম্পর্কের রং যে অন্য রকম,
নানা কিছুতে মন হয় জখম!


সমাজের রঙ বদল একদিন,
বদলে যায় বহু,থাকেনা ঋণ?
রাজনীতিতে রঙের পরিবর্তন,
পেছনে আছে পেতে যত ধন!


রঙ বদলের যুক্তি আত্মরক্ষা,
গিরগিটির আছে সত্তা-শিক্ষা!
নরের সুবিধা রঙ ত্যাগ করা?
অপবর্তনে ওরা ধরাতে ভরা!


রঙ বদলের খেলা সব সময়,
খেলায় থাকে কি কোন ভয়?
রং পরিবর্তন চলছে সারাক্ষন!
বোধে থাকে কি মানুষের মন?


=============o


উত্তর আমেরিকা,
১৬ ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ