কে বলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী?
জ্ঞান অর্জন করে মানুষ যে জ্ঞানী!
বিবেক ও বুদ্ধির অধিকারী মানুষ,
অনাহারী খাবার নেই,অস্ত্রতে হুঁশ!


মানুষই পৃথিবীতে সবচেয়ে বর্বর,
মানবিকতা ও সচেতনতা নড়বড়!
প্রাণ থাকলে প্রাণী হয় মানুষ নয়,
এসব মানুষকে তাহলে কেন ভয়?


প্রাণীর তো বিবেক বুদ্ধি জ্ঞান নাই,
মানুষ বড় অদ্ভুত তারপরও বড়াই!
বড় হয় জ্ঞান ও মনুষ্যত্বের বিকাশ?
জীব-বৈচিত্র্যতায় কত কিছুই নাশ!


মুখ দেখে মানুষ চেনা বড়ই আজব,
মন না থাকলে মানুষের হয়না রব!
পশু-অর্থবল মানুষকে পারেনা মহৎ,
দিন দিন তারা ই বিবেকহীন-অসৎ!


=================o


   ২ রা শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ
        উত্তর আমেরিকা


           ****