আজ বুধবার ৮ ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ,
২১ এপ্রিল ২০২১ সাল সকাল ১১টায়
চলে গেল অশ্বত্থ গাছটি
না ফেরার দেশে!
গাছটার বয়স হয়েছিল
৮৯ বছর, তাঁর নাম চিত্তপ্রিয় ঘোষ!


ছিলেন তিনি বাংলা কাব্য সাহিত্যে
রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাসের উত্তরসূরী!
স্বার্থ-সর্বস্ব রাজনীতি অর্থনৈতিক-বৈষম্য
রাজনৈতিক প্রেক্ষাপট নাগরিকত্ব সংশোধনী
বিলের বিরুদ্ধে দেখা গেছে তাঁকে বারবার ধরতে কলম!
লিখে জানিয়েছেন নিজেরই মতো করে প্রতিবাদ!


বাংলা কবিতায় জগতে চিত্রকল্পের
ব্যবহারের দক্ষতা নতুন নতুন ছন্দরীতির
বিন্যাস ও ব্যঙ্গ্যাত্মক কথামেলায়
তাঁর অবদান কিংবদন্তিতুল্য।
ঘুমের মধ্যেই কবি শঙ্খ ঘোষ
নিজ আবাসে শেষ নিঃশ্বাসে
আমাদের ত্যাগ করেন!
তাঁর স্বতন্ত্র একটা যুগের অবসান আজ!


বাংলা কবিতার অপরিসীম ক্ষতি!
বাংলা সাহিত্য জগতের এক ইন্দ্রপতন!
শোকস্তব্ধ আমাদের সাহিত্য জগৎ!
এ বটবৃক্ষের প্রয়াণে বাংলার কাব্য-অরণ্যে
নিঃসীম শূন্যতা!
গোটা সংস্কৃতিমহলে শোকের ছায়া!


মহাপ্রস্থানের পথে মহাকবি
পঞ্চভূতে বিলীন তিনি ...
কবি ছিলেন আছেন ও
থাকবেন আমাদের হৃৎপিণ্ডে!


==============o


উত্তর আমেরিকা,
৮ ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ