এত যে খাবার!  তারপর আরও খেতে চাও?
শহরের লোক বল! অধম তুমিই লোক-গাও!
বেশি খায় তারা পরিশ্রমও তেমনি করে ওরা,
কাজ না করে কেন তুমি করছো ধরাকে সরা?


নিজের জন্য অনেক, দেশের জন্য কিছুই নাই,
পরের জন্য কি একটু রাখতে পারেন না ভাই?
বলুন না আর কত কাল খাই খাই চলবে এত,
খাবারের জন্যই কেন করলেন যত মাথা নত!


খাবারে খাই খাই মানি, অন্য কিছুতেও খাই?
আপনাদের লোভ দেখে আমরা লজ্জা পাই!
এ খাই খাই স্বভাব কবে একদিন শেষ হবে?
হয়তো শান্তি ও সাম্য আসবে মোদের ভবে!


======================o


ঊত্তর আমেরিকা
২৩ শে সেপ্টেম্বর, ২০২১, ৭ ই আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ